প্রতিষ্ঠানের ইতিহাস

পাণ্ডুল উচ্চ বিদ্যালয়টি ১৯৭৩ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। সে সময় পাণ্ডুল ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় স্থানীয় জনসাধারণ একটি মাধ্যমিক বিদ্যালয় এর অভাব বোধ করলে স্থানীয় জনসাধারণের পক্ষে মরহুম মোস্তফা আব্দুল লতিফ সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকও বটে। জনাব মোঃ এছহাক আলী মাস্টার জমি দান করে অদ্যাবধি প্রতিষ্টাতা হিসাবে আছেন। প্রতিষ্টাতা লগ্নে যারা বিদ্যালয়টি গড়ার লক্ষ্যে সার্বিক সহযোগীতা করেন তারা হলেন মরহুম আলহাজ কমর উদ্দিন, মরহুম জমসের উদ্দিন, মোঃ আমির উদ্দিন, মরহুম পশর উদ্দিন মুন্সী, মরহুম আজির উদ্দিন, পরলোকজাত খগেন্দ্র নাথ পাল ও আরও অনেকে। অতঃপর ১৯৭৫ সালে বিদ্যালয়টি মঞ্জুরি প্রাপ্ত হয়। পরবর্তীতে আলহাজ আব্দুল জব্বার গোলাম রাব্বানি সাহেব ২৩ শতাংশ জমি প্রতিষ্ঠানে দান করে প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসাবে আছেন। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা রহিয়াছে। বিদ্যালয়টির জে. এস. সি....read more

প্রধান শিক্ষক

Principal's Message মোঃ রফিকুল ইসলাম

অনুন্নত এলাকার শিক্ষা বিস্তারের মহতী লক্ষ্যকে সামনে রেখে ১৯৯৮ ইং সালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অন্তগত  মনোরম পরিবেশে পাখীউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও দক্ষ গর্ভনিং বডির যৌথ প্রয়াসে সুনামের সাথে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০০। জেএসসি ও এসসি পরীক্ষার ফলাফলও সন্তোষ জনক। ফলে এই অঞ্চলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা  এই বিদ্যালযের প্রতি ক্রমেই আকৃষ্ট হচ্ছে।

আমি আশা করি অতীতের মত আগামী দিনেও এই বিদ্যালটির সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

 

সভাপতি

Principal's Message জনাব মোঃ ফজলুল হক

শিক্ষা বিস্তারে পাখীউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি সুপরিচিত নাম। ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠ থেকে দীর্ঘদিন ধরে সুশিক্ষিত ও সুনাগরিক হয়ে ছাত্র-ছাত্রীবৃন্দ ছড়িয়ে পড়ছে সমগ্র দেশে। মান সম্পন্ন শিক্ষাদান শুধু নয়, আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রেও এ প্রতিষ্ঠানের অবদান সর্বজন স্বীকৃত। শিক্ষা বিস্তারে পাখীউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় যে সমুজ্জ্বল ভাবমূর্তি তৈরী করেছে তার নেপথ্যে রয়েছে সম্মনিত শিক্ষকমন্ডলীর নিরলস শ্রম ও আন্তরিক প্রয়াস।ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষকা, অভিভাবক, কর্মচারী ও প্রতিষ্ঠানের ধারাবাহিক উন্নতি ও অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সর্বাত্নক সমর্থক অব্যাহত থাকবে।