
প্রতিষ্ঠানের ইতিহাস
পাণ্ডুল উচ্চ বিদ্যালয়টি ১৯৭৩ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। সে সময় পাণ্ডুল ইউনিয়নে কোন মাধ্যমিক বিদ্যালয় না থাকায় স্থানীয় জনসাধারণ একটি মাধ্যমিক বিদ্যালয় এর অভাব বোধ করলে স্থানীয় জনসাধারণের পক্ষে মরহুম মোস্তফা আব্দুল লতিফ সাহেব বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকও বটে। জনাব মোঃ এছহাক আলী মাস্টার জমি দান করে অদ্যাবধি প্রতিষ্টাতা হিসাবে আছেন। প্রতিষ্টাতা লগ্নে যারা বিদ্যালয়টি গড়ার লক্ষ্যে সার্বিক সহযোগীতা করেন তারা হলেন মরহুম আলহাজ কমর উদ্দিন, মরহুম জমসের উদ্দিন, মোঃ আমির উদ্দিন, মরহুম পশর উদ্দিন মুন্সী, মরহুম আজির উদ্দিন, পরলোকজাত খগেন্দ্র নাথ পাল ও আরও অনেকে। অতঃপর ১৯৭৫ সালে বিদ্যালয়টি মঞ্জুরি প্রাপ্ত হয়। পরবর্তীতে আলহাজ আব্দুল জব্বার গোলাম রাব্বানি সাহেব ২৩ শতাংশ জমি প্রতিষ্ঠানে দান করে প্রতিষ্ঠানের দাতা সদস্য হিসাবে আছেন। বিদ্যালয়টিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা রহিয়াছে। বিদ্যালয়টির জে. এস. সি. এবং এস. এস. সি. পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টি সুনামের সহিত পরিচালিত হইয়া আসিতেছে
Copyright © পান্ডুল উচ্চ বিদ্যালয়, রৌমারী, কুড়িগ্রাম।
Design & Developed by : Atomsoft